পৃথিবীর ১০ টি অদ্ভুত চাকরি | পৃথিবীর ১০ টি অদ্ভুত পেশা | পৃথিবীর ১০ টি অদ্ভুত কাজ

পৃথিবীর ১০ টি অদ্ভুত চাকরি।পৃথিবীর ১০ টি অদ্ভুত পেশা।পৃথিবীর ১০ টি অদ্ভুত কাজ 

 ভূমিকা  

  এই আমার আপনার একঘেয়েমি চাকরি করতে করতে মাঝেমধ্যে মনে হয় না যে আমাদের কাজটা যদি অ্যাডভেঞ্চার পূর্ণ হতো যেখানে মজা থাকতো আনন্দ হতো এবং তার সাথে ভালো টাকা উপার্জন করা যেত। কিন্তু আমাদের এই চিন্তায় মোটেই ভুল নয়, বন্ধুরা আমাদের পৃথিবীতে এরকম অনেক ধরনের কাজ রয়েছে বা বলা ভাল পেশার লোক রয়েছে যাদের কাজ সত্যিকারের আনন্দদায়ক, মজাদার, অ্যাডভেঞ্চার পূর্ণ এবং তাতে ভালো উপার্জনও রয়েছে।


১) শরীরের গন্ধ শোঁকার চাকরি

  আপনি কি অবাক হচ্ছেন যে এটা কি কোনো কাজের নমুনা হতে পারে মানুষের গায়ের গন্ধ শোঁকা? কিন্তু বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখি যে বাস্তবে এই ধরনের একটা চাকরি রয়েছে যাতে আপনাদের গায়ের গন্ধ শুকতে হবে এবং তার বদলে আপনি টাকা পাবেন। আসলে কাজটির আরেকটি নাম হচ্ছে ডিওডোরেন্ট টেস্টার। 

 
পৃথিবীর ১০টি অদ্ভুত চাকরি, পৃথিবীর ১০টি অদ্ভুত পেশা, পৃথিবীর ১০ টি অদ্ভুত কাজ, বিশ্বের ১০টি অদ্ভুত চাকরি, দুনিয়ার ১০টি আজব পেশা, দুনিয়ার ১০ টি আজব চাক

               শরীরের গন্ধ শোঁকার চাকরি


                                  


  নামিদামি ডিওডোরেন্ট বা সুগন্ধি কোম্পানির পক্ষ থেকে এমন লোকদের কর্মী হিসেবে নেওয়া হয় যাদের কাজ হল মানুষের এমনি পাখির ছড়া শরীরের গন্ধ এবং পারফিউম দেওয়া অবস্থায় শরীরের গন্ধ শুঁকতে হবে যার দরুন উক্ত ডিওডোরেন্ট কোম্পানি বুঝতে পারে কোন ডিওডোরেন্ট অধিক কার্যকর সুগন্ধি। প্রসঙ্গত উল্লেখ্য যে ডিওডোরেন্ট গন্ধ বেশি বোঝা যায় গলা এবং বগলে বলাই বাহুল্য যে ডিওডোরেন্ট টেস্টার এর পেশায় যুক্ত ব্যক্তিদের বগলের গন্ধই বেশি শুঁকতে হয়।

       আপনি কি জানেন  নখ ও চুল কাটলে ব্যাথা লাগে না কেন?

 ২) কুকুরের খাদ্য পরীক্ষা করা


পৃথিবীর ১০ টি অদ্ভুত চাকরি, পৃথিবীর ১০ টি অদ্ভুত পেশা, পৃথিবীর ১০ টি অদ্ভুত কাজ, বিশ্বের ১০ টি অদ্ভুত চাকরি, দুনিয়ার ১০ টি আজব পেশা, দুনিয়ার ১০ টি আজব চাকরি
কুকুরের খাবার পরীক্ষা করা



  শুনতে কেমন লাগলেও কুকুরের খাবার পরীক্ষা করা একটা পেশা এবং এবং এই পেশায় কিছু মানুষ আছে যাদের কাজ হলো কুকুরের খাবার খেয়ে পরীক্ষা করা আসলে তাদের কাজ হলো কুকুরের খাবারের মধ্যে বিভিন্ন উপাদানগুলি সঠিক রয়েছে, খাবারে কোন ধরনের উপাদান কতখানি রয়েছে তার পরিমাণ,  খাবারের স্বাদ ইত্যাদি জিনিস গুলো সঠিক ভাবে যাচাই করা। প্রসঙ্গত এই কাজ করে একজন পেশাদার মানুষ বছরে ৪০ হাজার ডলার আয় করে থাকেন একজন পেট ফুড পরীক্ষক ভারতীয় মূল্যে যা প্রায় ৩৯ লক্ষ টাকার সমান।


   ৩) অপরিচিত কারো মৃত্যুতে পেশাদারী বিলাপকারি

   এর মানে হলো যদি কেউ মারা যায় তবে তার বাড়িতে গিয়ে মৃত্যুর সময় কেঁদে আসা। কাল পোশাক পরিহিত একদল নারী যার কাজ হল কেউ মারা গেলে সেই মৃত বাড়িতে গিয়ে কান্না করা বিলাপ করা বুক চাপড়িয়ে কষ্ট প্রকাশ করা এবং এর বিনিময়ে উক্ত মৃত বাড়ি থেকে অর্থ উপার্জন করা সাধারণত এই কাজটি করে থাকেন।

   

পৃথিবীর ১০ টি অদ্ভুত চাকরি, পৃথিবীর ১০ টি অদ্ভুত পেশা, পৃথিবীর ১০ টি অদ্ভুত কাজ, বিশ্বের ১০ টি অদ্ভুত চাকরি, দুনিয়ার ১০ টি আজব পেশা, দুনিয়ার ১০ টি আজব চাকরি
পেশাদারী বিলাপকারি

       পড়ুন ভালো লাগবে  হাতির সম্পর্কে মজাদার ও আশ্চর্যজনক ২৫টি তথ্য

 ভারতীয় উপমহাদেশের রাজস্থানের নিম্ন শ্রেণীর নারীরা কেউ মারা গেলে বা মারা যাবার সম্ভাবনা দেখা দিলে আগে থেকে তাদেরকে ভাড়া করতে হয় এবং তারা সে মৃত বাড়িতে গিয়ে কান্না করতে থাকে। কোন পরিচয় নেই জানা নেই শোনা নেই রক্তের সম্পর্ক নেই আত্মীয় কিছুই না, অথচ অজ্ঞাত কোন ব্যক্তির মৃত্যুতে তার বাড়িতে গিয়ে অর্থের বিনিময়ে কান্নাকাটি করাই এদের একমাত্র কাজ। প্রসঙ্গত উল্লেখ্য ভারতে হিন্দি ভাষায় "রুদেলা " নামক একটি সিনেমাও এই প্রেক্ষাপটে রচিত হয়েছে। 


 ৪) লাইনে দাড়ানোর কাজ

পৃথিবীর ১০ টি অদ্ভুত চাকরি, পৃথিবীর ১০ টি অদ্ভুত পেশা, পৃথিবীর ১০ টি অদ্ভুত কাজ, বিশ্বের ১০ টি অদ্ভুত চাকরি, দুনিয়ার ১০ টি আজব পেশা, দুনিয়ার ১০ টি আজব চাকরি
লাইনে দাড়ানোর কাজ


  আমাদের প্রত্যেকের অসুবিধাজনক কাজের মধ্যে একটি হলো লাইনে দাঁড়ানো। স্কুলে যাইনি কলেজে সরকারি কোর্ট-কাচারি অফিস-আদালত ব্যাংকে লাইন, ফর্ম তুলতে লাইন, ফর্ম ভরতে লাইন, ফর্ম জমা দিতে গিয়ে লাইন। কার ভালো লাগে বলুন তো এই লাইনে দাড়াতে। মাঝেমধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের মনে হয় যদি লাইনে দাঁড়ানোর কাজটি কেউ করে দিত, কিন্তু হ্যাঁ বন্ধুরা আমার হয়ে অন্য একজন লাইনে দাঁড়াবে এবং কিন্তু এটি একটি পেশার মধ্যে পড়ে। প্রসঙ্গত উল্লেখ্য যে জাপানি এই কাজের চাহিদা প্রচুর। আমার হয়ে অন্য কেউ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াবে এবং তার বিনিময়ে আমাকে সেই লাইনে দাঁড়ানো ব্যক্তিটিকে কিছু টাকা দিতে হবে। 
 

     পড়লে অবশ্যই অবাক হবেন  পৃথিবীর সবচেয়ে দামি তরল || পৃথিবীর সবচেয়ে দামি তরল ২০২১ || কাঁকড়াবিছের বিষ

 ৫) ওয়াটার স্লাইড পরীক্ষক

পৃথিবীর ১০ টি অদ্ভুত চাকরি, পৃথিবীর ১০ টি অদ্ভুত পেশা, পৃথিবীর ১০ টি অদ্ভুত কাজ, বিশ্বের ১০ টি অদ্ভুত চাকরি, দুনিয়ার ১০ টি আজব পেশা, দুনিয়ার ১০ টি আজব চাকরি

                                                              ওয়াটার স্লাইড পরীক্ষক

  জলের মধ্যে গিয়ে ওয়াটার কিংডমে আপনি আনন্দ করছেন বন্ধু-বান্ধবের সাথে আত্মীয়-স্বজনের সাথে পরিবারের সাথে গিয়ে আপনি মজা করছেন প্রতিযোগিতা করছেন। অথচ কখনও দুর্ঘটনার সম্ভাবনা সম্মুখিন হচ্ছেন না কখনো ভেবে দেখেছেন নিখুঁত এ ব্যবস্থাটি হতে পারে কেমন করে? আসলেই আপনার জীবন সুরক্ষিত করতে এই ঝুঁকিটি নেয় ওয়াটার স্লাইড পরীক্ষক।    তার আগে থেকেই এই সাইটটি পরীক্ষা করে যাচাই করে যে কোন রকমের সমস্যা বা দুর্ঘটনা জনিত কোন সমস্যা আছে কি না। 

    অবশ্যই পড়ুন  লাইফবয় সোপ ব্যানড লাইফবয় সাবান পশুদের সাবান লাইফবয় সাবান নিষিদ্ধ

 ৬) বিয়েতে অতিথির চাকরি

   আমাদের এখানে বিয়ে হলে নিমন্ত্রিতের অভাব থাকে না চারিদিকে নিমন্ত্রিতের ভিড় আর তা যদি বিয়ে হয় তবে তো আর কথাই নেই এখনতো পরিস্থিতি এরকমই যে প্রায় বিয়ে বাড়িতে আপনি যখন খেতে বসবেন তার আগের ব্যাচের সিট বুকিং করে রাখতে হয় না হলে পাচ্ছে জায়গা পাবেন না। কিন্তু বন্ধুরা একবার ভাবুন তো আপনি নিমন্ত্রণ পাচ্ছেন, খেতে পারছেন বিনামূল্যে,  উপরি হিসাবে বা বলা ভাল তার বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন।

পৃথিবীর ১০টি অদ্ভুত চাকরি, পৃথিবীর ১০টি অদ্ভুত পেশা, পৃথিবীর ১০ টি অদ্ভুত কাজ, বিশ্বের ১০টি অদ্ভুত চাকরি, দুনিয়ার ১০টি আজব পেশা, দুনিয়ার ১০ টি আজব চাক
বিয়েতে অতিথির চাকরি

  আজ্ঞে হ্যাঁ বন্ধুরা এই অদ্ভুত কাজটি একটি পেশা হিসেবে জনপ্রিয় বিশেষ করে জাপানে। আসলে আপনার বিয়ের নিমন্ত্রণ এই পেশায় থাকা ব্যক্তিদের নিমন্ত্রিত হিসাবে ভাড়া করা হয় এবং তার বদলে তাদের টাকা দেওয়া হয় যার কাজ হলো বিয়েতে গিয়ে নিমন্ত্রন রক্ষা করা এবং খাওয়া-দাওয়া করা ও তার বিনিময়ে অর্থ উপার্জন করা। 

                          মাইক্রোগ্রীন ঘরের কোনে চাষ


৭) বমি পরিষ্কারের চাকরি

পৃথিবীর ১০ টি অদ্ভুত চাকরি, পৃথিবীর ১০ টি অদ্ভুত পেশা, পৃথিবীর ১০ টি অদ্ভুত কাজ, বিশ্বের ১০ টি অদ্ভুত চাকরি, দুনিয়ার ১০ টি আজব পেশা, দুনিয়ার ১০ টি আজব চাকরি
বমি পরিষ্কারের চাকরি


  আপনার কি গা গুলাচ্ছে গা ঘিনঘিন করছে? বন্ধুরা বমি পরিষ্কার করে একদল মানুষ তাদের জীবিকা অর্জন করছেন সংসার চালাচ্ছেন। আমরা দেখে থাকি যে কিছু পার্কে বা ওই জাতীয় অনেক জায়গায় বাচ্চাদের চড়ার মত কিছু রয়েছে এবং সেই রাইড গুলির মধ্যে এমন কিছু রাইড রয়েছে যেখানে শত ভয় বা আতঙ্ক থাকলেও আমাদের উঠতে মন চায় এবং এখানে চড়লে অনেকেরই বমি পায়। বমি তো হল কিন্তু সেই বমি পরিষ্কার করবে কে? এখানেই ভূমিকা সেই বমি পরিষ্কারক দের যাদের কাজ শুধুমাত্র বমি পরিষ্কার করা। আর এই কাজটি নির্দ্বিধায় করে চলেছেন উক্ত কাজে জড়িত পেশাদার ব্যক্তিরা।

        স্যালুট এনাদের মানুষকে ফরেস্টম্যান অফ ইন্ডিয়া যাদভ মুলাই পায়েং

 ৮) স্কুবা ডাইভিং

  স্কুবা মানে হল জল ফুসফুস এবং স্কুবা ডাইভার এর বাংলা মানে দাঁড়ায় যে ডুবুরি। আজকাল অতিথিদের আনন্দ দিতে চমক দিতে হোটেল কর্তৃপক্ষ গুলি কত কিছুই না করে থাকে তার মধ্যে একটি হলো স্কুবা ডাইভিং। এর মানে হলো আপনি খাবার-দাবার বিনোদনের সাথে সাথে জলের নিচের পরিবেশ উপভোগ করতে পারবেন এবং সেখানেও আপনি খাবার-দাবার খেতে পারবেন। 

পৃথিবীর ১০ টি অদ্ভুত চাকরি, পৃথিবীর ১০ টি অদ্ভুত পেশা, পৃথিবীর ১০ টি অদ্ভুত কাজ, বিশ্বের ১০ টি অদ্ভুত চাকরি, দুনিয়ার ১০ টি আজব পেশা, দুনিয়ার ১০ টি আজব চাকরি
স্কুবা ডাইভিং


 আর এই খাবার দেওয়া বা পরিবেশনের কাজ যে করে তাকে বলা হয় স্কুবা ডাইভার। স্কুবা ডাইভিংয়ে পেশাদার কর্মীরা জলের মধ্যে সাঁতার কেটে খাবার-দাবার পরিবেশন করার কাজটি করে থাকেন। এবং বলাই বাহুল্য কাজটিতে অনেক মজা এবং থাকলেও ঝুঁকিও থেকে যায়। প্রিয় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি শরীরটা এমন একটি আন্ডারওয়াটার হোটেল রয়েছে যেখানে একজন পিজা ডেলিভারি বয় সমুদ্রের নিচে সাঁতার কেটে জলের নীচে অতিথীদের পিজ্জা পরিবেশন করেন। সত্যিই কি অদ্ভুত!


৯) ঘুমানোর চাকরি

পৃথিবীর ১০টি অদ্ভুত চাকরি, পৃথিবীর ১০টি অদ্ভুত পেশা, পৃথিবীর ১০ টি অদ্ভুত কাজ, বিশ্বের ১০টি অদ্ভুত চাকরি, দুনিয়ার ১০টি আজব পেশা, দুনিয়ার ১০ টি আজব চাক
ঘুমানোর চাকরি 

            হাসির হলেও সত্যি  আপনার পাদ অন্যের জন্য উপকারী 

 আজ্ঞে হ্যাঁ বন্ধুরা ঠিকই পড়েছেন ঘুমানোর চাকরি। ঘুমোতে কে না ভালোবাসে, এই ঘুম নিয়েই না কত কান্ড! কিন্তু যদি এরকম হত যে আপনি ঘুমাচ্ছেন আর তার বিনিময়ে আপনি অর্থ উপার্জন করছেন তাহলে কত ভালই না হত। ঘুমোনোর চাকরিটিও একটি পেশা। এ পেশায় যুক্ত মানুষের কাজ হল ঘুমাতে হবে আর তার বদলে মালিক আপনাকে টাকা দেবে। আসলে বড় বড় হোটেল গুলোতে হোটেল কর্তৃপক্ষ তাদের বিছানা গুলোতে ঘুমের জন্য ঘুম পরীক্ষক হিসেবে কর্মী নেয় এবং এ কর্মীদের কাজ হল কোন বিছানায় শুয়ে থাকা বা ঘুমিয়ে থাকা বেশি আরামদায়ক হোটেল কর্তৃপক্ষকে তা জানানো। ঘুম পরীক্ষকের কথা অনুযায়ী সবচেয়ে আরামদায়ক বিছানা গুলিকে তারা সবচেয়ে ভালো রুমের বিছানা হিসেবে গণ্য করে। 


 ১০) ব্যক্তিগত আলিঙ্গনকারি

পৃথিবীর ১০টি অদ্ভুত চাকরি, পৃথিবীর ১০টি অদ্ভুত পেশা, পৃথিবীর ১০ টি অদ্ভুত কাজ, বিশ্বের ১০টি অদ্ভুত চাকরি, দুনিয়ার ১০টি আজব পেশা, দুনিয়ার ১০ টি আজব চাক



   আপনি কি মানসিক সমস্যা জটিলতা হতাশা একাকীত্ব বোধ করছেন কিংবা বিদেশে ঘুরতে গিয়ে আপনি আপনার সঙ্গিনীকে মিস করছেন তবে চিন্তার কোন কারণ নেই। আপনার জন্য রয়েছে একটা দারুন উপায়। আপনি পকেট থেকে কিছু টাকা বের করুন এবং তার বদলে আপনি পেয়ে যাবেন আপনার জন্য একজন পার্সোনাল স্মাগলার বা ব্যক্তিগত আলিঙ্গন কারি। যার কাজ হলো আপনাকে আপনার সাথে থাকবে আপনাকে জড়িয়ে ধরে বসে থাকে অথবা ঘুমানোর সময় আপনাকে আলিঙ্গন করে রাখবে। একজন অচেনা মানুষকে  জড়িয়ে ধরে বসে থাকবে বা ঘুমানোই এই পেশার কাজ। বলে দিই এ কাজের সীমাবদ্ধতা শুধুমাত্র আলিঙ্গন পর্যন্তই এর বেশী কিছু নয়। মাইন্ড ইট!

      অবশ্যই পড়ুন, পড়লে অবাক হতে বাধ্য মৌমাছি, মৌমাছির উপকারিতা, মৌমাছির অবদান

উপসংহার  

 তাহলে বন্ধুরা এত দূর পড়ে আপনি নিশ্চয়ই এই কাজগুলির কোন একটাতে আবেদন করার ইচ্ছা পোষণ করছেন মনে মনে ভাবছেন এরমধ্যে কোন একটি পেশা যদি আপনার হত। প্রিয় পাঠকগণ আশা করি এই সাইটে দেওয়া তথ্যগুলি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কোন পরামর্শ থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সমুদ্রের জল লবনাক্ত কেন? সমুদ্রের জলে লবন কেন? সমুদ্রের জল নোনা কেন?

লাইফবয় সোপ ব্যানড / লাইফবয় সাবান পশুদের সাবান / লাইফবয় সাবান নিষিদ্ধ

মৌমাছি, মৌমাছির উপকারিতা | মৌমাছির অবদান