আপনার পাদ অন্যের জন্য উপকারী
আপনার পাদ অন্যের জন্য উপকারী
সাম্প্রতিক এক গবেষণা অন্য কথা বলছে। তারা বলছেন পাদ যতই লজ্জাজনক হোক না কেন, এটি খুব স্বাস্থ্যকর। তারা আরও এক কথা বলেন, যা শুনলে আপনি চমকে যাবেন। তারা বলেন যে আপনার সঙ্গীর পাদ আপনার জন্য খুব স্বাস্থ্যকর। এমনকি এটা আপনার আয়ু বাড়াতে পারে।
![]() |
আপনার পাদ অন্যের জন্য উপকারি |
হার্ট অ্যাটাক, স্ট্রোক থেকে রক্ষা করে
পেট ফেঁপে পেটের মধ্যে যে গ্যাস উৎপন্ন হয় তাতে থাকে হাইড্রোজেন সালফাইড। যা পেটের মধ্যে উৎপন্ন হয়ে বাজে গন্ধের সৃষ্টি করে। এই গন্ধের উপকারিতা হল এটি আপনাকে হার্ট অ্যাটাক, স্ট্রোক, স্মৃতি হারানো ইত্যাদি রোগ থেকে রক্ষা করে।
কোষের কার্যক্ষমতা বজায় রাখে
আমরা যখন সুস্থ থাকি, অর্থাৎ যখন আমাদের শরীর ঠিকমত কাজ করে তখন আমাদের শরীরের কোষগুলি নিজের জন্য হাইড্রোজেন সালফাইড তৈরী করে যা কোষের মাইট্রোকন্ড্রিয়া অর্থাৎ কোষের কার্যক্ষমতা বজায় রাখে।রোগ ব্যাধি দূরে রাখবে
এই গ্যাস ছাড়া আমাদের দেহের সব কোষ মারা যেতে পারে। অক্ষম হয়ে যেতে পারে। গবেষণা বলে এই হাইড্রোজেন সালফাইড আপনার শরীরের সমস্ত রোগ ব্যাধি দূরে রাখবে, আপনার শরীর সুস্থ থাকবে।বর্তমানে বিজ্ঞানীরা কৃত্রিম ভাবে এক যৌগ বানিয়েছেন যা থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। যা আপনার এবং আপনার সঙ্গীর জন্য যে কতটা উপকারী তা আপনি ভাবতেও পারবেন না।
![]() |
আপনার পাদ অন্যের জন্য উপকারি |
মলত্যাগ করার সময়ও এই গ্যাস শরীর থেকে নির্গত হয়। তাই আপনার সঙ্গী যদি আপনার বায়ু ত্যাগ নিয়ে কোন আপত্তি বা অভিযোগ করে তাহলে তাকে বুঝিয়ে বলুন এই গ্যাস তার জন্য ঠিক কতটা উপকারী।
সমস্ত ছবি ইন্টারনেট থেকে সংগৃহিত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
DEAR READERS, ANY SUGGETION FOR THIS BLOG AND ANY KIND OF POST, PLEASE COMMENT. BECAUSE YOUR VALUABLE COMMENT WILL BE TAKEN HAPPILY. IF YOU HAVE ANY DOUBT PLEASE LET ME KNOW.