সমুদ্রের জল লবনাক্ত কেন? সমুদ্রের জলে লবন কেন? সমুদ্রের জল নোনা কেন?
সমুদ্রের জল লবনাক্ত কেন? সমুদ্রের জলে লবন কেন? সমুদ্রের জল নোনা কেন? আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি পৃথিবীর এক ভাগ স্থল ও তিন ভাগ জল। পৃথিবীতে এতটাই যদি জল হয় তবে জলের জন্য আমাদের এত ভাবতে হচ্ছে কেন? কেনো আমরা প্রতিদিন খবরের কাগজে বা টেলিভিশনের সংবাদের পর্দায় জল সমস্যার কথা বা জল সংকটের কথা শুনি কেনই বা আমাদের দেশের অধিকাংশ জায়গায় জল সংকট তীব্র আকার ধারণ করেছে আর কেনই বা জল নিয়ে মানুষের মধ্যে কথা কাটাকাটি এমনকি হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছে? জলের জন্য হাহাকার ...
মন্তব্যসমূহ