লাইফবয় সোপ ব্যানড / লাইফবয় সাবান পশুদের সাবান / লাইফবয় সাবান নিষিদ্ধ

   লাইফবয় সোপ ব্যানড/ লাইফবয় সাবান পশুদের সাবান / লাইফবয় সাবান নিষিদ্ধ 


  লাইফবয় সাবান আমাদের সকলের সুপরিচিত এবং আমরা   প্রত্যেকেই এই সাবান আমরা ব্যবহার করে থাকি বা করেছি। কিন্তু আপনি কি জানেন এই সাবান ইউরোপ-আমেরিকা সহ  অন্যান্য উন্নত দেশগুলিতে  পুরোপুরি নিষিদ্ধ। কারণ লাইফবয় সাবান মানুষের জন্য না, এই সাবান হলো পশুদের জন্য।

সাবানের প্রকারভেদ

  সাধারণত তিন ধরনের সাবান হয়
 ১)স্নান করার সাবান বা বাথ সোপ
 ৩) হাত ধোয়ার সাবান বা টয়লেট সোপ
 ৩)কার্বলিক সোপ বা পশুদের সাবান।
 আর এই ক্যাটাগরিগুলির মধ্যে  লাইফবয় সাবান পড়ে তিন নম্বর ক্যাটাগরি তে অর্থাৎ কার্বলিক সোপ বা পশুদের সাবান এর ক্যাটাগরিতে। আমরা বাজার থেকে কিনে স্নানের সময় ব্যবহার করি ইউনিলিভার কোম্পানি পরিচালিত যার এখানকার নাম হিন্দুস্তান ইউনিলিভার। কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন ইংল্যান্ড আমেরিকা শহর বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলিতে লাইফবয় সাবান পুরোপুরি নিষিদ্ধ।



লাইফবয় সোপ ব্যানড, লাইফবয় সাবান নিষিদ্ধ, লাইফবয় সাবান পশুদের সাবান, লাইফবয় কার্বলিক সোপ
লাইফবয় সোপ নিষিদ্ধ

 যদিও কোন দেশে লাইফবয় সাবান ব্যবহার করা হয়ে থাকলে তবে তা শুধু মাত্র পশুদের জন্য।  এবার আপনার প্রশ্ন আসতে পারে উন্নত দেশগুলিতে লাইফবয় সাবান নিষিদ্ধ অথচ আমাদের দেশে চলে, টিভিতে, বিভিন্ন পোস্টার, ব্যানার, বা ফ্লেক্সে লাইফবয় সাবানের চোখ ধাঁধানো বিজ্ঞাপন, দামী দামী অভিনেতা অভিনেত্রীরা এর হয়ে বিজ্ঞাপন করে এর কারণ কি? এর এক এবং অদ্বিতীয় কারণ হলো আমাদের দেশের সরকার আসলে ভারতসহ পাকিস্তান, বাংলাদেশ এবং এরকম অনেকগুলি তৃতীয় বিশ্বের দেশগুলোতে সরকার জনগণের সুযোগ-সুবিধা জনগণের অধিকার এই বিষয়ে উদাসীন। আর যদি সরকারি নিষেধাজ্ঞা থাকে তবে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন প্রোডাক্ট, ওষুধ প্রভৃতি জিনিস আমাদের এই বাজারে দেদার বিক্রি হয়। এটা হল পরিষ্কার কথা আর সে কারণেই আমেরিকা ইংল্যান্ড জাপান অন্যান্য উন্নত দেশগুলিতে এরকম প্রচুর নিষিদ্ধ প্রডাক্ট বা মাল, ওষুধ কিংবা ইলেকট্রনিক্স জিনিস আছে যা ভারতে চাহিদা প্রচুর আমাদের কথা শোনার মত সময় সরকারের নেই বলা ভালো শুনতে চায় না, নিজেদের আখের গোছানোর জন্য এরা এত ব্যাস্ত যার ফল আমাদের প্রতি মুহূর্তে ভুগতে হয়।

লাইফবয় সোপ ব্যানড, লাইফবয় সাবান নিষিদ্ধ, লাইফবয় সাবান পশুদের সাবান, লাইফবয় কার্বলিক সোপ
 লাইফবয় সাবান ব্যানড 

                                 সুড়াকাভ পাখি‍‌‌ ‌ রঙ পরিবর্তনকারী পাখি colour changing bird 🐦

   যাই হোক খারাপ দিক গুলির মধ্যে বলতে গেলে বলা যেতে পারে স্নান করার সময় যখন আমরা লাইফবয় সাবান দিয়ে স্নান করি, পরে স্নান হয়ে গেলে আমরা    লক্ষ্য করলে দেখব যে আমাদের শরীর যখন শুকনো হয়ে যায় তখন যদি আমরা হাতে সোজা আঙ্গুলের নখ দিয়ে সোজা দাগ কাটি, তখন দেখা যাবে আমাদের চামড়ায় সাদা দাগের মত দেখা যাচ্ছে অর্থাৎ আমাদের শরীরের তৈলাক্ত ভাবকে শুষে নেয় এবং চামড়াকে করে তোলে শুষ্ক। এছাড়া এই সাবান ব্যাবহার করতে থাকলে  করলে Eczima, psoraisis সহ আরও অন্যান্য চর্ম রোগ হতে পারে।
  মজার কথা হলো এই টিভিতে হাটে-বাজারে কিংবা পোস্টার ব্যানারে এরকম আরো নিষিদ্ধ জিনিসের বিজ্ঞাপনে আমাদের চোখ এমন ভাবে ধাঁধিয়ে দেওয়া হয় যে আমাদের বোঝার ক্ষমতাই থাকে না কোনটা ঠিক কোনটা ভুল আর সে কারণেই লাইভ বয় এর মত  প্রোডাক্টের এত রমরমা।
            
                                           
       

 ইউনিলিভার এর মত কোম্পানির নিষিদ্ধ প্রোডাক্টগুলির বাজারজাত করার মূল টার্গেট থাকে পিছিয়ে পড়া দেশগুলির প্রতি, অনুন্নত দেশগুলির প্রতি। যেখানকার সরকার কোম্পানিগুলির হয়ে দালালি করে।  মজার কথা হলো এই যে আমেরিকাতেও  সাবানের ব্যাবসার রমরমা ছিল একসময়  তুঙ্গে, কিন্তু পরবর্তীতে এর চাহিদা কিছুটা কমতি থাকলেও শেষ পর্যন্ত লাইফবয় কোম্পানিকে আমেরিকা থেকে সরে আসতে হয়। আপনি কি জানেন লাইফবয়ের সবচেয়ে বড় মার্কেট প্লেস বলা ভালো বিক্রির জায়গা হলো  আমাদের দেশ ভারতবর্ষ, আজ্ঞে হ্যাঁ ঠিক পড়েছেন ভারতবর্ষ। আমাদের এখানে এর এত্ত চাহিদা, এত্ত লোক এর ব্যাবহার করে অথচ বিশ্বের অন্য উন্নত দেশগুলিতে কোথাও তা করে না। সুতরাং বিজ্ঞাপন বা সস্তার মালের প্রতি আমাদের মনোনিবেশ করা বন্ধ করতেই হবে এদেরকে তো আবার ইন্ধন যোগায় শুধুমাত্র সরকার না বড় বড় অভিনেতা অভিনেত্রী যারা এদের বিজ্ঞাপনের জন্য কাজ করে।
  বন্ধু শেষমেষ একটা কোথায় বলবো, সরকার কবে এই সাবান নিষিদ্ধ করবে না কে কি করবে তার ভরসায় থাকাটা মূর্খামি, কিন্তু আমরা তো একটু চেষ্টা চালাতেই পারি যে এই সাবান আর কিনবো না, কিনলেও(পোষ্য পশু থাকলে আলাদা ব্যাপার) তা আমরা গায়ে মাখবো না এই প্রতিজ্ঞা নিয়ে যদি যদি আমরা চলতে পারি তবে নিশ্চই একদিন সুফল মিলবে আমাদের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সমুদ্রের জল লবনাক্ত কেন? সমুদ্রের জলে লবন কেন? সমুদ্রের জল নোনা কেন?

মৌমাছি, মৌমাছির উপকারিতা | মৌমাছির অবদান