লাইফবয় সোপ ব্যানড / লাইফবয় সাবান পশুদের সাবান / লাইফবয় সাবান নিষিদ্ধ
লাইফবয় সোপ ব্যানড/ লাইফবয় সাবান পশুদের সাবান / লাইফবয় সাবান নিষিদ্ধ
লাইফবয় সাবান আমাদের সকলের সুপরিচিত এবং আমরা প্রত্যেকেই এই সাবান আমরা ব্যবহার করে থাকি বা করেছি। কিন্তু আপনি কি জানেন এই সাবান ইউরোপ-আমেরিকা সহ অন্যান্য উন্নত দেশগুলিতে পুরোপুরি নিষিদ্ধ। কারণ লাইফবয় সাবান মানুষের জন্য না, এই সাবান হলো পশুদের জন্য।
সাবানের প্রকারভেদ
সাধারণত তিন ধরনের সাবান হয়১)স্নান করার সাবান বা বাথ সোপ
৩) হাত ধোয়ার সাবান বা টয়লেট সোপ
৩)কার্বলিক সোপ বা পশুদের সাবান।
আর এই ক্যাটাগরিগুলির মধ্যে লাইফবয় সাবান পড়ে তিন নম্বর ক্যাটাগরি তে অর্থাৎ কার্বলিক সোপ বা পশুদের সাবান এর ক্যাটাগরিতে। আমরা বাজার থেকে কিনে স্নানের সময় ব্যবহার করি ইউনিলিভার কোম্পানি পরিচালিত যার এখানকার নাম হিন্দুস্তান ইউনিলিভার। কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন ইংল্যান্ড আমেরিকা শহর বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলিতে লাইফবয় সাবান পুরোপুরি নিষিদ্ধ।
![]() |
লাইফবয় সোপ নিষিদ্ধ |
![]() |
লাইফবয় সাবান ব্যানড |
সুড়াকাভ পাখি রঙ পরিবর্তনকারী পাখি colour changing bird 🐦
যাই হোক খারাপ দিক গুলির মধ্যে বলতে গেলে বলা যেতে পারে স্নান করার সময় যখন আমরা লাইফবয় সাবান দিয়ে স্নান করি, পরে স্নান হয়ে গেলে আমরা লক্ষ্য করলে দেখব যে আমাদের শরীর যখন শুকনো হয়ে যায় তখন যদি আমরা হাতে সোজা আঙ্গুলের নখ দিয়ে সোজা দাগ কাটি, তখন দেখা যাবে আমাদের চামড়ায় সাদা দাগের মত দেখা যাচ্ছে অর্থাৎ আমাদের শরীরের তৈলাক্ত ভাবকে শুষে নেয় এবং চামড়াকে করে তোলে শুষ্ক। এছাড়া এই সাবান ব্যাবহার করতে থাকলে করলে Eczima, psoraisis সহ আরও অন্যান্য চর্ম রোগ হতে পারে।
মজার কথা হলো এই টিভিতে হাটে-বাজারে কিংবা পোস্টার ব্যানারে এরকম আরো নিষিদ্ধ জিনিসের বিজ্ঞাপনে আমাদের চোখ এমন ভাবে ধাঁধিয়ে দেওয়া হয় যে আমাদের বোঝার ক্ষমতাই থাকে না কোনটা ঠিক কোনটা ভুল আর সে কারণেই লাইভ বয় এর মত প্রোডাক্টের এত রমরমা।
ইউনিলিভার এর মত কোম্পানির নিষিদ্ধ প্রোডাক্টগুলির বাজারজাত করার মূল টার্গেট থাকে পিছিয়ে পড়া দেশগুলির প্রতি, অনুন্নত দেশগুলির প্রতি। যেখানকার সরকার কোম্পানিগুলির হয়ে দালালি করে। মজার কথা হলো এই যে আমেরিকাতেও সাবানের ব্যাবসার রমরমা ছিল একসময় তুঙ্গে, কিন্তু পরবর্তীতে এর চাহিদা কিছুটা কমতি থাকলেও শেষ পর্যন্ত লাইফবয় কোম্পানিকে আমেরিকা থেকে সরে আসতে হয়। আপনি কি জানেন লাইফবয়ের সবচেয়ে বড় মার্কেট প্লেস বলা ভালো বিক্রির জায়গা হলো আমাদের দেশ ভারতবর্ষ, আজ্ঞে হ্যাঁ ঠিক পড়েছেন ভারতবর্ষ। আমাদের এখানে এর এত্ত চাহিদা, এত্ত লোক এর ব্যাবহার করে অথচ বিশ্বের অন্য উন্নত দেশগুলিতে কোথাও তা করে না। সুতরাং বিজ্ঞাপন বা সস্তার মালের প্রতি আমাদের মনোনিবেশ করা বন্ধ করতেই হবে এদেরকে তো আবার ইন্ধন যোগায় শুধুমাত্র সরকার না বড় বড় অভিনেতা অভিনেত্রী যারা এদের বিজ্ঞাপনের জন্য কাজ করে।
বন্ধু শেষমেষ একটা কোথায় বলবো, সরকার কবে এই সাবান নিষিদ্ধ করবে না কে কি করবে তার ভরসায় থাকাটা মূর্খামি, কিন্তু আমরা তো একটু চেষ্টা চালাতেই পারি যে এই সাবান আর কিনবো না, কিনলেও(পোষ্য পশু থাকলে আলাদা ব্যাপার) তা আমরা গায়ে মাখবো না এই প্রতিজ্ঞা নিয়ে যদি যদি আমরা চলতে পারি তবে নিশ্চই একদিন সুফল মিলবে আমাদের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
DEAR READERS, ANY SUGGETION FOR THIS BLOG AND ANY KIND OF POST, PLEASE COMMENT. BECAUSE YOUR VALUABLE COMMENT WILL BE TAKEN HAPPILY. IF YOU HAVE ANY DOUBT PLEASE LET ME KNOW.