ঘনঘন সেলফি নেওয়া মানসিক রোগের লক্ষণ?
ঘনঘন সেলফি নেওয়া মানসিক রোগের লক্ষণ?
![]() |
সেলফি নেওয়া |
ঘনঘন সেলফি নেওয়া মানসিক রোগের লক্ষণ?
ইন্টারনেটে গুগলে সার্চ করলে দেখা যাচ্ছে যে আমেরিকান সাইক্রিয়াটিক অ্যাসোসিয়েশন সংক্ষেপে এ পি এ এই আচরণকে সেলফিশ আখ্যা দিয়েছেন এবং তারা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে ঘোষণা করেছেন। যদিও আমেরিকার সাইক্রিয়াটিক অ্যাসোসিয়েশনের কাছে এর সত্যতা জানতে চাইলে তারা এ ব্যাপারটিকে পুরোপুরি নাকচ করে দেন তারা বলেন সেলফি নিলেই যে কোনো মানুষকে মানসিক রোগী মনে করতে হবে এরকম মনে করার কোন ব্যাপার নেই।![]() |
একটি মেয়ে সেলফি নিচ্ছে |
সেলফির প্রতি আসক্তির কারণ
আচ্ছা মানুষ কেন এত সেলফির প্রতি আসক্ত হয়ে পড়ছে, পড়া ভালো সেলফি প্রভাব মানুষের জীবনে এতটা প্রভাব ফেলছে কেন? পুরো দুনিয়া এখন মুঠোফোন বলা ভালো স্মার্টফোনের কব্জায়। স্মার্টফোনের নেওয়া সেলফির প্রভাব বাচ্চা থেকে বুড়োর মধ্যে লক্ষ করা যাচ্ছে। শুধুমাত্র সেলফি তুলে বললে ভুল হবে সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করারও প্রবণতা লক্ষণীয়, ব্যাতিক্রম আছে বটে।সাধারণত সেলফি তোলা বা সেলফি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করার পিছনে যে কারণগুলো কাজ করে তা হলো:
১)নিজের ওপর গুরুত্ব আরোপ।
২) অন্যের থেকে প্রসংশালাভের বাসনা।
৩) নিজের কৃতিত্বকে বাড়িয়ে প্রকাশ করা।
৪)ভিত্তিহীন কাল্পনিক দিবাস্বপ্নে মগ্ন হওয়া।
৫)ক্ষেত্রে ছবি তোলা কাজ করে
৬) আবার মানসিক অবসাদ, বিষণ্ণতা মন খারাপ ইত্যাদির কারণে অনেকে অকারণে সেলফি তোলে।
মশার কয়েল ক্ষতিকারক
![]() |
ঘনঘন সেলফি নেওয়া মানসিক রোগের লক্ষণ |
যাই হোক আগেই বলেছি আমেরিকান সাইক্রিয়াটিক অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জানানো হয়েছে সেলফি নিলেই মানসিক রোগী মনে করতে হবে এমন যুক্তির পরিপন্থী। তবুও তারা এই ধরনের আচরণের ক্ষেত্রে কিছু পরামর্শ দিচ্ছেন। তারা বলেছেন কোনকিছুই নিয়ন্ত্রণের বাইরে করা ঠিক না। যদি সেলফি নেওয়ার আচরণ আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং যদি সেলফি নিতে না পারার ফলে আপনার মানসিক অবসাদ, রাগ, বিরক্তি, ইত্যাদি অনুভুতি বাড়তে থাকে এবং সেলফি না নিতে পারার কারণে আপনার অন্য বিষয়ে আগ্রহের অভাব দেখা যায় বা স্কুল কলেজ বা অন্যান্য কাজের ক্ষেত্রে যথার্থ মনোযোগ দিতে না পারেন এবং মনঃসংযোগ অসুবিধা হয় তবে সে ক্ষেত্রে অতি অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ এই মানসিক লক্ষণগুলো অসুস্থতার মাপকাঠি হিসেবে গণ্য করা হয়।
সমস্ত ছবি ইন্টারনেট থেকে সংগৃহিত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
DEAR READERS, ANY SUGGETION FOR THIS BLOG AND ANY KIND OF POST, PLEASE COMMENT. BECAUSE YOUR VALUABLE COMMENT WILL BE TAKEN HAPPILY. IF YOU HAVE ANY DOUBT PLEASE LET ME KNOW.