পৃথিবীর সবচেয়ে দামি তরল, পৃথিবীর সবচেয়ে দামি তরল ২০২১, কাঁকড়াবিছের বিষ

   পৃথিবীর সবচেয়ে দামি তরল || পৃথিবীর সবচেয়ে দামি তরল ২০২১ || কাঁকড়াবিছের বিষ


   যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস বা মূল্যবান জিনিস কোনটি তাহলে আমার আপনার মতন প্রত্যেকের মাথাতেই হীরে সোনা জহরতের কথা উঠে আসবে। কিন্তু মূল্যবান সম্পদের তালিকায় যে তরল পদার্থও রয়েছে তা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। আজ্ঞে হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন দামি জিনিসের তালিকায় আরো অন্য কিছুর মত তরল পদার্থও রয়েছে। আর এই তরল পদার্থের তালিকায় সর্বপ্রথম অবস্থান করছে কাঁকড়াবিছের বিষ ।


 

 

পৃথিবীর সবচেয়ে দামি তরল, পৃথিবীর সবচেয়ে দামি তরল ২০২১, কাঁকড়া বিছের বিষ, কাঁকড়া বিছের বিষ পৃথিবীর সবচেয়ে দামি তরল
কাঁকড়া বিছের বিষ পৃথিবীর সবচেয়ে দামি তরল

           আপনি কি জানেন হাতিদের দাঁত ছোট হয়ে যাচ্ছে, হাতির দাঁত শিকার


গঠন এবং শিকারের ধরন 

  বিষধর সাপের মত কাঁকড়াবিছের বিষের মিল খুঁজে পাওয়া গেলেও এরা আসলে মাকড়সা প্রজাতির মতোই। মাকড়সার মতো এদেরও অর্থাৎ কাঁকড়াবিছে আটখানা পা থাকে এরা অবশ্য নিশাচর গোছের প্রাণী। এরা দিনের বেলায় সাধারণত লুকিয়ে থাকতে পছন্দ করে এবং রাত্রিবেলা খাবারের সন্ধানে বের হয়। সাধারণত মাকড়সা কীটপতঙ্গ এবং এ জাতীয় কিছু ছোট ছোট কীটপতঙ্গ এদের খাবার তালিকায় রয়েছে। এরা শিকারকে ধরার সময় সাঁড়াশির মতো শক্ত  দাঁড়া দিয়ে চেপে ধরে। এদেরও মৌমাছির মতো হুল রয়েছে। এদের হুলের সাথে বিষগ্রন্থিটি সংযুক্ত। এর লেজে হুল অবস্থিত।  পিঠের ওপর লেজটি বাঁকা করে এরা চলাফেরা করে। শিকার করার সময় এরা তাদের হূল দিয়ে শিকারের শরীরে বিষ প্রয়োগ করে এবং এদের বিষের প্রয়োগে উক্ত শিকারটি  প্রাণ হারায় অথবা শরীর অবশ হয়ে পড়ে।   

পৃথিবীর সবচেয়ে দামি তরল, পৃথিবীর সবচেয়ে দামি তরল ২০২১, কাঁকড়া বিছের বিষ, কাঁকড়া বিছের বিষ পৃথিবীর সবচেয়ে দামি তরল
কাঁকড়া বিছে

             চলুন জেনে নিই  হাতির সম্পর্কে মজাদার ও আশ্চর্যজনক ২৫টি তথ্য


বিষের তীব্রতা 

   প্রসঙ্গত উল্লেখ্য যে বিছার অনেক ধরনের প্রজাতি আমাদের এই বসুন্ধরা রয়েছে কিন্তু শুধুমাত্র 25 ধরনের প্রজাতিতে বিষ থাকে। বিছা দেখলে সাধারণভাবে মানুষ তা এড়ানোর চেষ্টা করে দুপুর দিকে বিছাও যথাসম্ভব মানুষের সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করে। আমাদের এই পৃথিবীতে যে 25 ধরনের বিছার দেহে বিষ অবস্থান করে সেই বিষয়ে প্রভাবে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। একটি কাঁকড়াবিছে তার সারা জীবনে মাত্র পাঁচ গ্রাম বিষ উৎপন্ন করতে পারে, আবার অনেকে এও বলে থাকেন যে একজন পূর্ণবয়স্ক মানুষকে যদি একটি কাঁকড়াবিছে কামড়ায় তাহলে তার ব্যথা তা প্রায় একটি  মৌমাছি হুল ফোটানোর ব্যাথার চেয়ে ১০০ গুণ বেশি।

পৃথিবীর সবচেয়ে দামি তরল, পৃথিবীর সবচেয়ে দামি তরল ২০২১, কাঁকড়া বিছের বিষ, কাঁকড়া বিছের বিষ পৃথিবীর সবচেয়ে দামি তরল
কাঁকড়া বিছের বিষ পৃথিবীর সবচেয়ে দামি তরল

                      অবশ্যই পড়ুন  ফরেস্টম্যান অফ ইন্ডিয়া যাদভ মুলাই পায়েং

                 

বিষের মূল্য   

  এটা খুবই ঠিক কথা  কাঁকড়া বিছের বিষ পৃথিবীর সবচেয়ে দামি তরল এবং এর প্রতি গ্যালন এর দাম তিন কোটি নয় লক্ষ ডলার $৩৯,০০০,০০০.  যা ভারতীয় মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় ২৯ কোটি দুই লাখ, সাতাত্তর হাজার টাকা এবং বাংলাদেশী টাকায় এর দাম যথাক্রমে ৩৩ কোটি আট লক্ষ টাকার উপরে। বা এর ১ লিটার বিষের দাম আনুমানিক ৯০ কোটি টাকা। তবে এক্ষেত্রে কিছু মতান্তর রয়েছে অনেকের মতে একটি বিচ্ছু একজন পূর্ণবয়স্ক মানুষকে কামড়ালে বিষের প্রভাবে মানুষটির মৃত্যু ঘটবে না কিন্তু সে কামড়ের তীব্র ব্যথা মৌমাছির হুল ফোটানোর ১০০ গুণেরও বেশি।   


পৃথিবীর সবচেয়ে দামি তরল, পৃথিবীর সবচেয়ে দামি তরল ২০২১, কাঁকড়া বিছের বিষ, কাঁকড়া বিছের বিষ পৃথিবীর সবচেয়ে দামি তরল
 কাঁকড়া বিছের বিষ

অবশ্যই পড়ুন কারণ আপনিও অবাক হবেন  আপনার পাদ অন্যের জন্য উপকারী 


 তাহলে এত কিছু জানার পরেও আমাদের মনে যে প্রশ্নটি উঠে আসে তা হল এর দাম এত কেন কেন এটি পৃথিবীর সবচেয়ে দামি তরলের তালিকায় অবস্থান করছে বিচ্ছুর নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা অধ্যায়ন করা হয়েছে এবং হচ্ছে এবং দেখা গেছে যে এর বিষ চিকিৎসার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।




                

অবশ্যই পড়ুন কারণ আপনিও অবাক হবেন  ডিম কেনো গোল নয়

চিকিৎসা ক্ষেত্রে এর ব্যাবহার    

এর বিষে যে প্রোটিন থাকে তা পেন কিলার হিসাবে ব্যবহার করা হয়। বেশ অনেক ধরনের স্কেলেরোসিস, আর্থ্রাইটিসের চিকিত্সায় এর বিষ ব্যবহার করা হয়। এ লিকুইড গুলি দিয়ে তৈরি করা হয় বিভিন্ন উচ্চমানের ক্যান্সার প্রতিরোধী ওষুধ বিশেষ করে সব থেকে বেশি ব্যবহার করা হয় ব্রেইন ক্যান্সারের জন্য এতে রয়েছে এক বিশেষ ধরনের  এন্টি অক্সাইড ব্রেনের ক্যান্সার নিরাময়ে অত্যন্ত কার্যকরী। ক্লোরোটক্সিন মানব শরীরে টিউমার কোষের শনাক্তকরণে সাহায্য করে থাকে। গবেষকরা মশার মধ্যে ম্যালেরিয়া নির্মূল করতে বিচ্ছু ব্যবহার করেছেন।  হাড়ের রোগের বিরুদ্ধে লড়াই করতে ইঁদুরকে কালিওটক্সিন দেওয়া হয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন এটি মানুষের মধ্যেও কাজ করতে পারে। সুতরাং  এর দামের পেছনে যথেষ্ট কারণ রয়েছে।  মৌমাছি মৌমাছির উপকারিতা মৌমাছির অবদান ৩য়  ভাগ  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সমুদ্রের জল লবনাক্ত কেন? সমুদ্রের জলে লবন কেন? সমুদ্রের জল নোনা কেন?

লাইফবয় সোপ ব্যানড / লাইফবয় সাবান পশুদের সাবান / লাইফবয় সাবান নিষিদ্ধ

মৌমাছি, মৌমাছির উপকারিতা | মৌমাছির অবদান