ডিম কেনো গোল নয়

                            ডিম কেনো গোল নয়


  ডিম, আমার ডিম আপনার ডিম ঘোড়ার ডিম! আরে এসব কি কথাবার্তা বলছি!!!
মজা করছিলাম, আসলে ডিম নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে মুরগির ডিমের ছবি কি তাই না। মুরগির ডিম ছাড়া আরো কত ধরনের পৃথিবীতে পাওয়া যায় তার কথা আমাদের মনে আসে না। যাইহোক এবার আমরা জানবো ডিমের আকার কেনো গোল না, চৌকো না বা অন্য কোনো আকার কেনো না?


                                
 ডিম কেন গোল নয়, ডিম কেন ডিম্বাকৃতি হয়, why egg is oval-sheped
 মুরগির ডিম
                                           পৃথিবীর প্রথম টিভি পৃথিবীর প্রথম টিভি আবিষ্কার

  আচ্ছা পাখিদের কথা যদি ধরি তো এই পাখিরা তো থাকে গাছে, তাই ডিম যদি গোল আকারের হতো তাহলে ডিম পাখির বাসা থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, ডিম যেত ফেটে, এই হলো একটা প্রাকৃতিক বা বিজ্ঞানসম্মত কারণ যার ফলে  ডিম গোল না
  এবার ধরুন ডিম যদি বর্গাকৃতির বা আয়তকার হতো তবে ডিম যে পারবে অর্থাৎ মুরগি, হাঁস বা অন্যান্য পাখি, এদের ডিম পাড়তে অসুবিধে হত। আবার চৌকো ডিম কিন্তু চারিদিক দিয়ে অর্থাৎ চারকোনা শক্ত থাকলেও কিন্তু মাঝখানে খুব নরম হত, ফলে এক্ষেত্রেও কিন্তু ডিমের আকার ডিম্বাকৃতি না হলে অসুবিধে কিন্তু থেকেই যেত।

 ডিম কেন গোল নয়, ডিম কেন ডিম্বাকৃতি হয়, why egg is oval-sheped
 ডিমের খাবার 

উদাহরণ দেখি

   একটু ভাবুন বন্ধু মনে করুন আপনি বাজার থেকে মুরগির ডিম কিনে আনলেন লক্ষ্য করুন এটি একটা খানিকটা চোখা পিছন দিকটা একটু ভোতা যদি আপনি গড়িয়ে গড়িয়ে দূরে সরাতে চান, তবে দেখবেন ডিমটি কিন্তু বেশি দূর  গড়িয়ে যাবে না। এবার ধরুন ডিমটি গোল, তাহলে, আপনি ডিমটিকে যদি হালকা করে দূরে সরাতে চেষ্টা করেন, তবে সেই গোল ডিমটি কিন্ত গড়িয়ে গড়িয়ে অনেকদূর চলে যাবে।
  তার মানে পাখিরা যখন তাদের বাসায় ডিম পাড়ে, তখন ডিম গুলিতে যদি কিছুটা আঘাত বা স্পর্শ হয়, সেই দিনগুলো কিন্ত গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে ভেঙে যাবে না।

 বড়ো ডিম ছোট ডিম

   ডিমের আবার নানান রকম প্রকারভেদ। সমস্ত রকম ডিমের মধ্যে সবচেয়ে বড় ডিম উট পাখির ডিম উটপাখির ডিম গুলির ওজন প্রায় ১ কেজি ৫০০গ্রামের মতো হয়।
 ডিম কেন গোল নয়, ডিম কেন ডিম্বাকৃতি হয়, why egg is oval-sheped
 উটপাখির ডিম 
উটপাখির ডিমের কাছে মুরগির ডিম এর কথা শুনলে হাসি পাবে। যেখানে উট পাখির ডিমের ওজন প্রায় দেড় কেজির মতো সেখানে মুরগির ডিমের ওজন প্রায় ৭০ গ্রামের মতো। আবার হামিংবার্ডের ডিম সবচেয়ে ছোট হিসেবে আমরা জানি কিন্তু হামিংবার্ডের ডিমের রেকর্ডকে ভেঙে আরো ছোট টিমের তালিকায় ঢুকে পড়েছে বি হামিংবার্ড এর ডিম মাত্র 0.0009 আউন্স ওজনের
 ডিম কেন গোল নয়, ডিম কেন ডিম্বাকৃতি হয়, why egg is oval-sheped
 বি হামিংবার্ডের ডিম 


 ডিম্ কেন গোল নয়, ডিম কেন ডিম্বাকৃতি হয়, why egg is oval-sheped

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সমুদ্রের জল লবনাক্ত কেন? সমুদ্রের জলে লবন কেন? সমুদ্রের জল নোনা কেন?

লাইফবয় সোপ ব্যানড / লাইফবয় সাবান পশুদের সাবান / লাইফবয় সাবান নিষিদ্ধ

মৌমাছি, মৌমাছির উপকারিতা | মৌমাছির অবদান