পৃথিবীর প্রথম টিভি পৃথিবীর প্রথম টিভি আবিষ্কার
পৃথিবীর প্রথম টিভি
পৃথিবীর প্রথম টিভি আবিষ্কার
প্রথম টিভি আবিষ্কার
গ্রিক শব্দ 'টেলি' অর্থ দূরত্ব , আর ল্যাটিন শব্দ 'ভিশন' অর্থ দেখা। ১৮৬২ সালে তারের মাধ্যমে প্রথম স্থির ছবি পাঠানো সম্ভব হয়। এরপর ১৮৭৩ সালে বিজ্ঞানী মে ও স্মিথ ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে ছবি পাঠানোর পদ্ধতি আবিষ্কার করেন। ব্রিটিশবিজ্ঞানী জন লগি বেয়ার্ড ১৯২৬ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন এবং সাদা কালো ছবি দূরে বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হন। এর পর রুশ বংশোদ্ভুত প্রকৌশলী আইজাক শোয়েনবারগের কৃতিত্বে ১৯৩৬ সালে প্রথম টিভি সম্প্রচার শুরু করে বিবিসি।
এখনকার টিভি |
পৃথিবীর প্রথম টিভি পৃথিবীর প্রথম টিভি আবিষ্কার
বাণিজ্যিক ভিত্তিতে চালু হয় ১৯৪০ সালে। অতপর ১৯৪৫ সালে যন্ত্রটি পূর্ণতা লাভ করে।
বাণিজ্যিক ভিত্তিতে চালু হয় ১৯৪০ সালে। অতপর ১৯৪৫ সালে যন্ত্রটি পূর্ণতা লাভ করে।
সাধারনত ক্যামেরা দিয়ে তোলা ছবিকে দুইভাগে ভাগ করা যায়: স্থিরচিত্র ও চলচ্চিত্র। স্থিরচিত্রের জন্য সাধারণ ক্যামেরা ও চলচ্চিত্রের জন্য মুভি/ভিডিও ক্যামেরা ব্যবহার হয়। প্রকৃতপক্ষে অনেকগুলো স্থিরচিত্রের সমন্বয়ে সৃষ্টি হয় চলচ্চিত্র। ভিডিও ক্যামেরা দ্রুত গতিতে পরপর অনেকগুলো স্থিরচিত্র গ্রহণ করে। এই ছবিগুলোকে যখন একই গতিতে পরপর প্রদর্শন করা হয় তখন আমাদের চোখে এগুলো চলচ্চিত্র বলে মনে হয়। ফ্রেমে এই দ্রুতগতিতে ছবি পরিবর্তনের কারগরি কৌশলটি আমাদের চোখে ধরা পড়ে না। চলচ্চিত্রকে খুবই স্লো মোশানে দেখলে এইসব স্থিরচিত্রগুলোকে আলাদাভাবে চিহ্নিত করা যায়।
টিভি আবিষ্কারের অনেক পুরোনো ইতিহাস
যদিও টিভি ইতিহাসের শুরু অনেক পুরনো ১৮৮৪ সালে। পল নিপকো নামের এক বিজ্ঞানী আবিষ্কার করলেন স্ক্যান ডিস্ক আর এই ডিস্ক এর উপর ভিত্তি করেই তিনি প্রথম টিভি বানানোর চিন্তা করেন। যদিও তিনি এতে সফল হননি।
এরপরে 19 দশকের গোড়ায় লি ডি ফরেস্ট ও আর্থার কর্ন আরেকটা নকশা তৈরি করেন এবং সে অনুযায়ী তার একটা যন্ত্র বানান। সেখানে পাঠানো কোন ছবিকে গ্রহণ করার পর এমপ্লিফায়ার দিয়ে আবার বড় করার ব্যবস্থাও তারা করেন, কিন্তু তাদের যে সমস্যা ছিল তা হলো তারা চলচ্চিত্র বা চলমান ছবির দেখার মত ব্যাবস্থা ছিল না।
আর এই হলো বিশ্বের প্রথম টেলিভিশন। আমরা জানি এরকম টেলিভিশন আমাদের মোটেও পছন্দ হবে না, কিন্তু সে সময় টেলিভিশন ব্যাপারটি ছিল এক যুগান্তকারী আবিষ্কার এবং তা মানুষের কাছে থাকা মানে বিরাট ব্যাপার।
ছবিগুলি ইন্টারনেট থেকে সংগৃহিত
উইকিপেডিয়া, বিভিন্ন ওয়েবসাইট এবং ম্যাগাজিন দ্বারা সংগৃহিত তথ্য
ছবিগুলি ইন্টারনেট থেকে সংগৃহিত
উইকিপেডিয়া, বিভিন্ন ওয়েবসাইট এবং ম্যাগাজিন দ্বারা সংগৃহিত তথ্য
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
DEAR READERS, ANY SUGGETION FOR THIS BLOG AND ANY KIND OF POST, PLEASE COMMENT. BECAUSE YOUR VALUABLE COMMENT WILL BE TAKEN HAPPILY. IF YOU HAVE ANY DOUBT PLEASE LET ME KNOW.