মুদ্রার প্রথম আবিষ্কারক

                            মুদ্রার প্রথম আবিষ্কারক


  টাকা টাকা ছাড়া আমাদের জীবন অচল। টাকা কড়ি বা টাকাপয়সা এই শব্দের সাথে আমরা অঙ্গাঙ্গীভাবে জড়িত। টাকা বিনিয়োগের মাধ্যম হিসেবে, সম্পদের সূচক হিসেবে, আবার শক্তির মাপকাঠি হিসেবে জড়িত। যার যত টাকা আছে তার তত ক্ষমতা আছে। মুদ্রা কাকে বলে এ বিষয়ে তো আমরা সকলেই কমবেশি জানি। যাইহোক এসব কথা পড়ে আমাদের কাজ নেই। আচ্ছা আপনার কি কখনো মনে এসেছে যে কারা টাকা-পয়সার বা কয়েনের বলা ভালো মুদ্রার প্রথম আবিষ্কারক? কার বা কাদের হাত ধরে এসেছে প্রয়োজনীয় এই জিনিসটি? তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ঝটপট জেনে নিই।


                     
মুদ্রার প্রথম আবিষ্কারক,
 ভারতীয় মুদ্রা 


  বলা হয় খ্রিস্টপূর্ব পঞ্চম ষষ্ঠ শতাব্দীর দিকে মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে চালু হয়েছিল মনে করা হয়েছে খ্রিস্টের জন্মের প্রায় 700 বছর আগে প্রথম মুদ্রা তৈরি হয়েছিল। প্রথম মুদ্রা আবিষ্কার এখনও রহস্যের ঘাট হবে কারন সে সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় একই সঙ্গে নানান ধরনের মুদ্রা তৈরি করা হয়েছিল ফলে কারা কখন প্রথম মুদ্রা তৈরি করেছিল তা বলা কঠিন। কারণ সে সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রায় একই সঙ্গে নানান ধরনের মুদ্রা তৈরি করা হয়েছিল ফলে কারা কখন প্রথম মুদ্রা তৈরি করেছিল তা বলা কঠিন।

 প্রথম মুদ্রা আবিষ্কার

  তবুও ঐতিহাসিকরা বলেছেন যে বর্তমান তুরস্কের লিডিয়াতেই প্রথম দেখা গিয়েছিল মুদ্রা। ইতিহাসের জনক হেরোডোটাস বলেছিলেন যে প্রথম মুদ্রা আবিষ্কার করেছিল। আবার অ্যারিস্টটলের মতে, মুদ্রা ফ্রিগিয়ার রাজা মিদাসের স্ত্রী ক্রিমের ডিমডাইক আবিষ্কার করেছিলেন। যাই হোক লিডিয়াতেই প্রথম মুদ্রা আবিষ্কার হয়েছিল এ কথার উপরে বিশেষভাবে জোর দেওয়া হয় এবং এই মুদ্রা তৈরি হয়েছিল সোনা ও রূপার সংকর ধাতু ইলেকট্রাম দিয়ে। এই মুদ্রার একদিকে নকশা করা থাকতো।

       
 মুদ্রার  প্রথম আবিষ্কারক, মুদ্রা প্রথম করা আবিষ্কার করেছিল
লিডিয়ান মুদ্রা
                                               ঘনঘন সেলফি নেওয়া মানসিক রোগের লক্ষণ?

  বলা হয় যে প্রথমদিককার লিডিয়ান কয়েন গুলো ব্যবসায়ীদের বিনিময়ের মাধ্যম টোকেনের জন্য তৈরি করা হয়েছিল। লিডিয়ান রাজ্য কয়েন আবিষ্কার করা হতো। বেশিরভাগ লিডিয়ান কয়েনগুলোতে লিডিয়ানের রাজার উল্লেখ করা ছিল। প্রাথমিক এই মুদ্রাগুলোতে সাধারনত কোন লেখা থাকতো না, জীবজন্তুর প্রতীকী ছবি থাকতো।

  সিন্ধু সভ্যতার কিছু জায়গাতেও মুদ্রার ব্যবহার করতে দেখা গিয়েছে তারা মুদ্রা তৈরি করেছিল রূপো দিয়ে এবং সেই মুদ্রা গুলোতে ধাতুর পরিমান ছিল পর্যাপ্ত। মনে করা হয় খ্রিস্টের জন্মের 400 বছর আগ পর্যন্ত এই মুদ্রার ব্যবহার ছিল।
                                                                   
                                                                                                               ছবিগুলি  ইন্টারনেট থেকে সংগৃহিত

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সমুদ্রের জল লবনাক্ত কেন? সমুদ্রের জলে লবন কেন? সমুদ্রের জল নোনা কেন?

লাইফবয় সোপ ব্যানড / লাইফবয় সাবান পশুদের সাবান / লাইফবয় সাবান নিষিদ্ধ

মৌমাছি, মৌমাছির উপকারিতা | মৌমাছির অবদান