ব্রুস লির জীবনী | ব্রুস লির বিষয়ে ১০ টি অদ্ভুত তথ্য | ব্রুস লির মৃত্যু রহস্য
ব্রুস লির জীবনী | ব্রুস লির বিষয়ে ১০ টি অদ্ভুত তথ্য | ব্রুস লির মৃত্যু রহস্য
ভূমিকা
আচ্ছা বলুন তো যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে ক্ষিপ্রগতি সম্পন্ন একজন মানুষের নাম বলতে কিংবা মার্শাল আর্ট চ্যাম্পিয়ন তাহলে আপনার কার কথা মাথায় উঠে আসবে? আজ্ঞে হ্যাঁ আমার আপনার মাথাতে একজন মানুষের নামই নাম উঠে আসবে, আর সেই মানুষটি হচ্ছেন ব্রুস লি। যিনি তার বিদ্যুৎ গতি এবং শক্তিশালী কিক দিয়ে যাকে তাকে হারাতে পারতেন। ব্রুস লির মৃত্যু রহস্য
ব্রুস লি |
জন্ম
ব্রুস লির জন্ম ১৯৪০ সালের ২৭ শে নভেম্বর সানফ্রান্সিসকোর চায়না টাউন জ্যাকসন স্ট্রিট হসপিটালে হয়েছিল। আপনারা হয়তো জানলে অবাক হবেন যে তার আসল নাম ছিল জুন ফ্যান লি। আর ব্রুস নামটি সেই হসপিটালের নার্সের দেওয়া ছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে ব্রুস লির বাবা একজন চিনা ছিলেন অপরদিকে তার মা ছিলেন জার্মানি। তার বাবা একজন অপেরা গীতিকার অভিনেতা ছিলেন।
তার বাবার অপেরা স্টার হওয়ার কারণে ব্রুস লি মাত্র তিন মাস বয়সেই তার অভিনয় জীবন শুরু হয়েছিল। তাকে সেই সময়ে বাচ্চার অভিনয়ে নেওয়া হয়েছিল। তার শিশু অবস্থায় জীবনের প্রথম সিনেমাটি ছিল দি গোল্ডেন গেট গার্ল। লি ১৬ বছর বয়সের মধ্যেই প্রায় কুড়িটি সিনেমাতে অভিনয় করেছিলেন।
![]() |
ছোট্ট ব্রুস |
অবাক হওয়া ছাড়া কোনো উপায় নেই চার ঘণ্টায় ২কেজি ওজন কমালেন মেরি কম
মার্শাল আর্ট শেখার কারণ
ব্রুস লির কৈশোর অবস্থায় তাদের শহরে বেশকিছু গুন্ডা মস্তানদের উপদ্রব ঘটেছিল যাদের কারণে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। এবং এদের শিক্ষা দিতে এদের সাথে মারপিট করতে ব্রুস লি ওই বয়সেই মার্শাল আর্ট প্রশিক্ষণ নিতে শুরু করেন। প্রসঙ্গত ব্রুসলির ধীরে ধীরে মারপিটের প্রতি ঝোঁক বাড়ায় তার বাবা মা তাকে নিয়ে চিন্তিত থাকতেন এবং ফল স্বরূপ পিতা-মাতার অনিচ্ছাসত্ত্বেও ব্রুস লিকে পাড়ি দিতে হয় আমেরিকায়।
আমেরিকায় ব্রুস লি মার্শাল আর্ট প্রশিক্ষণ দিতে শুরু করেন। সেই সেই ট্রেনিংয়ের প্রাপ্য টাকায় তিনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে ভর্তি হন এবং তার শিক্ষার খরচ ওই প্রশিক্ষণের অর্থ থেকে তিনি অতিবাহিত করেন।
ব্রুস লি ও তার পিতামাতা |
হাতির সম্পর্কে মজাদার ও আশ্চর্যজনক ২৫টি তথ্য
পরিবার জীবন
ব্রুস লি আমেরিকায় থাকাকালীন অবস্থাতেই লিন্ডা মেরির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে ও এক মেয়ে ছিল। ছেলের নাম ছিল ব্র্যান্ডন লি এবং কন্যা শেনন লি। ব্র্যান্ডন এবং শেনোন দুজনেই অভিনয় জগতের সাথে জড়িত ছিলেন। দুর্ভাগ্যবশত ব্র্যান্ডন লি ব্রুস লির পুত্র মাত্র ২৮ বছর বয়সেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে লির কন্যা শেনন লি অভিনয় জগতের থেকে সরে আসেন।
ব্রুস লির ১০ টি অদ্ভুত তথ্য
ব্রুস লি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে তীব্র গতি সম্পন্ন শক্তিশালী ব্যক্তিদের মধ্যে একজন। তার ক্ষিপ্রতা এতটাই ছিল যে এখনো পর্যন্ত তার মত মার্শাল আর্টিস্ট আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
১) ব্রুস লির মার্শাল আর্ট শিক্ষা গুরু
ব্রুস লির মার্শাল আর্ট শিক্ষা গুরু ছিলেন ইপ ম্যান(IP MAN)। ইপ ম্যানের থেকে তিনি মার্শাল আর্ট শিখতেন। ইপ ম্যান নিজেও একজন নামিদামি মার্শাল আর্টিস্ট ছিলেন।
২) ফাইটিং স্পীড সিন কে স্লো করা
প্রিয় পাঠকগণ, ব্রুস লি যখন ফাইট করত তখন তার ফাইটিং মুভ এতটাই দ্রুত গতিতে হত সেগুলো ভিডিও রেকর্ড হয়ে যাবার পরে স্লো করে দেওয়া হতো। কেননা একজন সাধারণ মানুষের হাত পা এতটা ক্ষিপ্রতার সাথে ঘোরানো অসম্ভব ছিল। অরিজিনাল রেকর্ড করা ভিডিও দেখলে পাছে দর্শকদের মনে হতে পারে ফাইটিং সিনগুলি হয়তো নকল।
ব্রুস লি দি ফাইটার |
৩) ঘুষি মারার ক্ষিপ্রতা
ব্রুস লি ৩ ফুট দূরে থেকেও কোন মানুষকে এক সেকেন্ডেরও কম সময়ে ঘুষি মেরে ফেলে দিতে পারতো. আর এই ঘুষি মারতে তার সময় লাগতো মাত্র 1 সেকেণ্ডেরও কম, অর্থাৎ ০.০৫ সেকেন্ড। এই দূরত্বে থেকেও এতটা কম সময়ে ঘুষি মারা সত্যি অকল্পনীয়। তাঁর এক একটা ঘুষির ওজন ছিল ৩৫০ পাউন্ড। তিনি দৈনিক ২০০০ টি ঘুষি মেরে চর্চা করতেন এবং প্রতি সেকেন্ডে সর্বাধিক ৯ টি ঘুষি মারতে পারতেন
৪) গামা পালোয়ানের ভক্ত
ব্রুস লি নিজে ভারতের গামা পালোয়ানের অনেক বড় ভক্ত ছিলেন প্রসঙ্গত উল্লেখ্য যে গামা পালোয়ান তার জীবনে কখনো কোন ফাইট হারেননি।
৫) তার ওজন
ব্রুস লি মার্শাল আর্টের অনেক কৌশল রপ্ত করেছিলেন। শুনলে অবাক হবেন তাঁর ওজন ছিল মাত্র ৫৯ কেজি। কিন্তু এই ওজনেও তিনি যা ইতিহাস গড়েছেন, যা এককথায় অনবদ্য।
অবশ্যই পড়ুন ফরেস্টম্যান অফ ইন্ডিয়া যাদভ মুলাই পায়েং
৬) পুষ আপের অকল্পনীয় ক্ষমতা
ব্রুস লি নরমাল পুশ আপ অর্থাৎ দুই হাত দিয়ে একেবারে ১৫০০ বার পুশ আপ করতে পারতেন। এছাড়া এক হাত দিয়ে তিনি একবারে ৪০০ পুশ আপ এবং হাতের দুই আঙুল দিয়ে ২০০ পুশ আপ করতে পারতেন। শুধু তাই নয় শুধুমাত্র হাতের বুড়ো আঙুল দিয়ে তিনি একেবারে ১০০ বার পুশ আপ করতে পারতেন। তাঁঁর এই পুশ আপ করার অকল্পনীয় ক্ষমতা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি।
ঘুষি মারার ক্ষিপ্রতা |
৭) একজন ভাল নৃত্যশিল্পী
ব্রুস লি শুধুমাত্র একজন লিজেন্ডারি মার্শাল আর্ট চ্যাম্পিয়নই ছিলেন না পাশাপাশি তিনি একজন যথেষ্ট ভালো নৃত্যশিল্পী ছিলেন। ১৯৫৮ সালে তিনি মাত্র ১৮ বছর বয়সে "হংকং চা চা চা" নামক এক নাচের প্রতিযোগিতা জিতেছিলেন।
৮) তিনি সাঁতার জানতেন না
আপনি বললে অবশ্যই আবাক হবেন কিন্তু এটাই সত্যি ব্রুস লি সাঁতার কাটতে পারতেন না এবং তিনি তাঁর জীবদ্দশায় কখনো সাঁতার কাটার চেষ্টা করেননি কারণ তার জলে সাঁতার কাটতে ভয় লাগতো।
মোটা হয় কি করে মানুষ মোটা হয় কি করে?
৯) একজন ভাল চিত্রশিল্পী
ব্রুস লি একজন মহান ফাইটারের সাথে সাথে একজন ভালো চিত্রশিল্পী ছিলেন। প্রসঙ্গত যে ব্রুস লির নিজের ২০০০টি বই এর লাইব্রেরী ছিল তিনি নিয়মিত লাইব্রেরী তে এসে বই পড়তেন।
১০) কিক করার ক্ষমতা
ব্রুস লি প্রতি সেকেন্ডে 6 বার কিক মারার ক্ষমতা রাখতেন। তার সিগনেচার কিক "স্কিপ সাইড কিক" এর খো ক্ষমতা এতটাই ছিল যে একবার তার এই কিকে ৯০ কেজি ওজনের একজন মানুষ প্রায় কুড়ি মিটার দূরে ছিটকে পড়েছিল।
অভিনেতা ব্রুস লি
প্রসঙ্গত ব্রুস লি সাতখানা হলিউড মুভি তে অভিনয় করেছিলেন। যার মধ্যে তিনটি সিনেমা তার মৃত্যুর পরে রিলিজ হয়। ১৯৭১ সালের "দি বিগ বস" সিনেমাতে ব্রুস প্রধান চরিত্রে অভিনয় করেন এবং এই মুভিটি করেই তিনি অভিনেতা হিসেবে সারা বিশ্বে সমাদৃত হন। এই কয়েকটি সিনেমা করলেও হলিউডের 'হল অফ ফেম' সম্মানে ব্রুস লিকে সম্মানিত করা হয়।
মৃত্যু রহস্যে ঘেরা মৃত্যু
১৯৭৩ সালের ২০ শে জুলাই মাত্র ৩২ বছর বয়সে এই মহান মার্শাল আর্টিস্ট পরলোকগমন করেন। তার মৃত্যু ঘিরে রয়েছে রহস্যজনক ঘটনা। তার মৃত্যু ঠিক কি কারণে তাও সঠিকভাবে বলা সম্ভব নয়। পোসমাডাম রিপোর্ট অনুযায়ী জানা যায় ব্রুস লি পেইনকিলার সেবন করতেন আর সেই কারণেই নেই তিনি মারা যান।
আবার কারও মতে মারা যাবার দিন তার মাথা ব্যথা হচ্ছিল, এবং তার ফলে তিনি যে মাথা ব্যথার ওষুধ খান সেই ব্যাথানাশক ওষুধের প্রভাবে তার মস্তিষ্কের আকার বৃদ্ধি পায় এবং সে কারণে তিনি মারা যান। প্রসঙ্গত উল্লেখ্য হাজার ১৯৭২ সালে লি একটি সার্জারি করেন, যার উদ্দেশ্য ছিল যাতে তার বগল থেকে ঘাম না বেরোয়।
এছাড়া ব্রুস লি হাসিস নামক এক ধরনের ড্রাগ সেবন করতেন আরো বলা হয়েছে এই ড্রাগ সেবনের প্রতিক্রিয়া এবং তারা সার্জারি করার ফলে শরীর থেকে ঘাম না বেরোনোর জন্য তার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয়। আসলে ঘামের মধ্যে দিয়ে শরীরের বিভিন্ন অপদ্রব্য যেমন লবণ এছাড়া বিষাক্ত উপাদান বেরিয়ে যায়। আর লির এই সার্জারি করার ফলে সেই বিষাক্ত জিনিস বের হতে না পারা এবং ড্রাগ সেবন এর প্রতিক্রিয়ায় তিনি মারা যান। তৎকালীন তার দেহ নিয়ে প্রচুর তদন্ত, পোস্ট মর্টেম করা হলেও তার মৃত্যুর সঠিক কারণ হলফ করে বলা যায় নি।
এ কথা না বললেই নয় যে ব্রুস লির পুত্র স্টান লি মাত্র ২৮ বছর বয়সেই শুটিং চলাকালীন মারা যান। দি ক্র মুভির শুটিং চলাকালীন ভুল করে বন্দুকের গুলিতে স্ট্যানলি র মৃত্যু হয়। ব্রুস লির সমাধির পাশেই তার ছেলে দেহ সমাধিস্থ।
ব্রুস লি ও তার পরিবার |
উপসংহার
তিনি আমাদের মধ্যে না থাকলেও তার মহান ফাইটের নমুনা শুধুমাত্র মার্শাল আর্ট ছাত্রদের মধ্যেই না, হংকং কিংবা আমেরিকাবাসীদের মধ্যেই না, সমগ্র বিশ্বের আজও তিনি সমাদৃত। এই মহান মার্শাল আর্টিস্টের চিন্তা ভাবনা, তার বাণী, তার কৌশল আমাদের প্রত্যেকের কাছে অনুপ্রেরণামূলক।
ব্রুস লি ফাইট, ব্রুস লি জীবনী, ব্রুস লি মৃত্যু রহস্য, ব্রুস লির বিষয়ে ১০ টি অদ্ভুত তথ্য, ব্রুস লির উক্তি, ব্রুস লি মার্শাল আর্ট, ব্রুস লির পরিবার জীবন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
DEAR READERS, ANY SUGGETION FOR THIS BLOG AND ANY KIND OF POST, PLEASE COMMENT. BECAUSE YOUR VALUABLE COMMENT WILL BE TAKEN HAPPILY. IF YOU HAVE ANY DOUBT PLEASE LET ME KNOW.