পোস্টগুলি

মে, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ব্রুস লির জীবনী | ব্রুস লির বিষয়ে ১০ টি অদ্ভুত তথ্য | ব্রুস লির মৃত্যু রহস্য

ছবি
ব্রুস লির জীবনী | ব্রুস লির বিষয়ে  ১০ টি অদ্ভুত তথ্য | ব্রুস লির মৃত্যু রহস্য  ভূমিকা    আচ্ছা বলুন তো যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে ক্ষিপ্রগতি সম্পন্ন একজন মানুষের নাম বলতে কিংবা মার্শাল আর্ট চ্যাম্পিয়ন তাহলে আপনার কার কথা মাথায় উঠে আসবে? আজ্ঞে হ্যাঁ আমার আপনার মাথাতে একজন মানুষের নামই নাম উঠে আসবে, আর সেই মানুষটি হচ্ছেন ব্রুস লি। যিনি তার বিদ্যুৎ গতি এবং শক্তিশালী কিক দিয়ে যাকে তাকে হারাতে পারতেন। ব্রুস লির মৃত্যু রহস্য  ব্রুস লি  জন্ম  ব্রুস লির জন্ম ১৯৪০ সালের ২৭ শে নভেম্বর সানফ্রান্সিসকোর চায়না টাউন জ্যাকসন স্ট্রিট হসপিটালে হয়েছিল। আপনারা হয়তো জানলে অবাক হবেন যে তার আসল নাম ছিল জুন ফ্যান লি। আর ব্রুস নামটি সেই হসপিটালের নার্সের দেওয়া ছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে ব্রুস লির বাবা একজন চিনা ছিলেন অপরদিকে তার মা ছিলেন জার্মানি। তার বাবা একজন অপেরা গীতিকার অভিনেতা ছিলেন।     তার বাবার অপেরা স্টার হওয়ার কারণে ব্রুস লি মাত্র তিন মাস বয়সেই তার অভিনয় জীবন শুরু হয়েছিল। তাকে সেই সময়ে বাচ্চার অভিনয়ে নেওয়া হয়েছিল। তার শিশ...

পৃথিবীর ১০ টি অদ্ভুত চাকরি | পৃথিবীর ১০ টি অদ্ভুত পেশা | পৃথিবীর ১০ টি অদ্ভুত কাজ

ছবি
পৃথিবীর ১০ টি অদ্ভুত চাকরি।পৃথিবীর ১০ টি অদ্ভুত পেশা।পৃথিবীর ১০ টি অদ্ভুত কাজ   ভূমিকা     এই আমার আপনার একঘেয়েমি চাকরি করতে করতে মাঝেমধ্যে মনে হয় না যে আমাদের কাজটা যদি অ্যাডভেঞ্চার পূর্ণ হতো যেখানে মজা থাকতো আনন্দ হতো এবং তার সাথে ভালো টাকা উপার্জন করা যেত। কিন্তু আমাদের এই চিন্তায় মোটেই ভুল নয়, বন্ধুরা আমাদের পৃথিবীতে এরকম অনেক ধরনের কাজ রয়েছে বা বলা ভাল পেশার লোক রয়েছে যাদের কাজ সত্যিকারের আনন্দদায়ক, মজাদার, অ্যাডভেঞ্চার পূর্ণ এবং তাতে ভালো উপার্জনও রয়েছে। ১) শরীরের গন্ধ শোঁকার চাকরি   আপনি কি অবাক হচ্ছেন যে এটা কি কোনো কাজের নমুনা হতে পারে মানুষের গায়ের গন্ধ শোঁকা? কিন্তু বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখি যে বাস্তবে এই ধরনের একটা চাকরি রয়েছে যাতে আপনাদের গায়ের গন্ধ শুকতে হবে এবং তার বদলে আপনি টাকা পাবেন। আসলে কাজটির আরেকটি নাম হচ্ছে ডিওডোরেন্ট টেস্টার।                    শরীরের গন্ধ শোঁকার চাকরি                             ...