পৃথিবীর সবচেয়ে দামি তরল, পৃথিবীর সবচেয়ে দামি তরল ২০২১, কাঁকড়াবিছের বিষ

পৃথিবীর সবচেয়ে দামি তরল || পৃথিবীর সবচেয়ে দামি তরল ২০২১ || কাঁকড়াবিছের বিষ যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস বা মূল্যবান জিনিস কোনটি তাহলে আমার আপনার মতন প্রত্যেকের মাথাতেই হীরে সোনা জহরতের কথা উঠে আসবে। কিন্তু মূল্যবান সম্পদের তালিকায় যে তরল পদার্থও রয়েছে তা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। আজ্ঞে হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন দামি জিনিসের তালিকায় আরো অন্য কিছুর মত তরল পদার্থও রয়েছে। আর এই তরল পদার্থের তালিকায় সর্বপ্রথম অবস্থান করছে কাঁকড়াবিছের বিষ । কাঁকড়া বিছের বিষ পৃথিবীর সবচেয়ে দামি তরল আপনি কি জানেন হাতিদের দাঁত ছোট হয়ে যাচ্ছে, হাতির দাঁত শিকার গঠন এবং শিকারের ধরন বিষধর সাপের মত কাঁকড়াবিছের বিষের মিল খুঁজে পাওয়া গেলেও এরা আসলে মাকড়সা প্রজাতির মতোই। মাকড়সার মতো এদেরও অর্থাৎ কাঁকড়াবিছে আটখানা পা থাকে এরা অবশ্য নিশাচর গোছের প্রাণী। এরা দিনের বেলায় সাধারণত লুকিয়ে থাকতে পছন্দ করে এবং রাত্রিবেলা খাবারের সন্ধানে বের হয়। সাধারণত...