প্রথম আবিষ্কারক

                            প্রথম আবিষ্কারক


  প্রথম আবিষ্কারক!  আবিষ্কার শব্দটির সাথে তো আমরা সকলেই পরিচিত। কত কিছুই না মানুষ আবিষ্কার করেছে, করছে এবং ভবিষ্যতেও করতে থাকবে। কম্পিউটার আবিষ্কার,টিভি আবিষ্কার, রেডিও আবিষ্কার, ঘড়ি আবিষ্কার, চশমা আবিষ্কার, রেলগাড়ি আবিষ্কার কত শত আবিষ্কারের ঘটনা আমাদের জানা। কিন্তু কখনও কি আমরা ভেবে দেখেছি কে করেছিলেন প্রথম আবিষ্কার? আর সেই আবিষ্কারের কথা কে প্রথম লিখেছিলেন ইতিহাসের পাতায়?

         
প্রথম আবিষ্কারক, প্রথম আবিষ্কার কে করেছিল
 আবিষ্কার, Invention


  তাহলে আমাদের প্রশ্ন আসে প্রাচীনকালে বনে জঙ্গলে থাকাকালীন অবস্থায় কি মানুষ আবিস্কার করেছিল, নাকি মানবসভ্যতার অনেকটা সময় পেরিয়ে এসে সে আবিষ্কার করতে শিখল? সুবিশাল জলরাশি দেখে যার মনে প্রশ্ন জেগেছিল সে তো বলতেই পারে আমি সমুদ্রের আবিষ্কারক কিংবা সূর্য চন্দ্রের উদয়কে অবাক চোখে তাকিয়ে ছিল সেও তো হতে পারে সূর্য ও চন্দ্রের আবিষ্কারক। মানুষের মনে আবিষ্কারের ধারণা তখনো আসেনি আবিষ্কারের দাবি দেওয়া, আবিষ্কারের ধারণা মানুষ করতে শিখেছে মানব সভ্যতার অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর।
  এক্ষেত্রে বলা হয় ফিনিশিয়ান জাতিরা প্রথম আবিষ্কারক। এই উপজাতিরা ছিল যাযাবর প্রজাতির । সময়টা ছিল যিশুখ্রিস্টের জন্মের ৪৭৫ বছর আগে ভূমধ্যসাগরের পূর্ব উপকূলের লেবানন থেকে এরা এসেছিল। রোমান সাম্রাজ্যের ঘোর শত্রু এদের সর্দার হ‍্যানো  বাহিনীর নগর ছিল কার্থেজ এরা এখানে উপনিবেশ  তৈরি করে।

           
ফিনিশীয় জাতি, প্রথম আবিষ্কার কে করেছিল
ফিনিশীয় জাতি

  এদের সর্দার হ্যানিবাল পৃথিবীর নানা দেশে ঘুরে বেড়ানোর জন্য প্রায় ৬০ খানি জাহাজের এক বিশাল নৌবহর তৈরি করে। খ্রিষ্টাব্দ 600 বছর আগে মিশরের ফারাও দ্বিতীয় এদের একখানা জাহাজ ভাড়া করেছিলেন এবং সেই ভাড়া করা জাহাজ নিয়ে পৃথিবী ঘুরতে বেরিয়েছিলেন। যাই হোক শেষ যুদ্ধে অর্থাৎ পিউনিক যুদ্ধে এই নগর সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং বলা হয় পুরো শহরের মাটি জুড়ে লবণ ছিটিয়ে এদের ধ্বংস নিশ্চিত করা হয়।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সমুদ্রের জল লবনাক্ত কেন? সমুদ্রের জলে লবন কেন? সমুদ্রের জল নোনা কেন?

লাইফবয় সোপ ব্যানড / লাইফবয় সাবান পশুদের সাবান / লাইফবয় সাবান নিষিদ্ধ

মৌমাছি, মৌমাছির উপকারিতা | মৌমাছির অবদান