কঠিন জিনিস মনে রাখার মোক্ষম উপায়

               কঠিন জিনিস মনে রাখার মোক্ষম উপায়


 প্রাচীনকালে মানুষেরা যখন বনে জঙ্গলে থাকতো, গুহায় বাস করত যখন তারা পড়ালেখা তো দূরের কথা কথা বলতে পারতো না তখন তারা আঁকার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করতো। তারা একে অপরকে কিছু বোঝাতে ছবি আঁকার সাহায্য নিত। কিছু মাস্টারমশাই বা দিদিমণিরা আছেন যারা ছাত্র-ছাত্রীদের সহজ ভাবে বোঝাতে আঁকার সাহায্য নেয়। ফলে বিষয়টি ছাত্র-ছাত্রীদের কাছে জলের মতন পরিষ্কার হয়ে যায়। আর এই এঁকে মনে রাখার বিষয়টিতে গবেষকরা দৃষ্টিপাত করেছেন। যাই হোক এবার কাজের কথায় আসা যাক।

           
পড়াশোনা, কঠিন জিনিস মনে রাখার মোক্ষম উপায়
 পড়াশোনা, কঠিন জিনিস মনে রাখার মোক্ষম উপায় 


  ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন যে কোনো কঠিন কিছু মনে রাখতে ছবির সাহায্য নেওয়া উত্তম উপায়। তারা বলেছেন যে, সহজে যদি কিছু মনে না থাকে সে জিনিস কে মনে রাখার ক্ষেত্রে ছবি আঁকা সুবিধাজনক।
  সাধারণত কোন বিষয়কে মনে রাখার জন্য আমরা পড়াশোনা করি, মুখস্থ করি, তারপরে তা লিখি। কিন্তু গবেষকেরা বলছেন যে এসব কিছুর থেকে ছবির মাধ্যমে কোনো কঠিন জিনিস দীর্ঘদিন ধরে মনে থাকে।

             
কঠিন জিনিস মনে রাখার মোক্ষম উপায়, কঠিন জিনিস মনে রাখতে ছবি আঁকা
কঠিন জিনিস মনে রাখতে ছবি আঁকা
                                                                প্রথম আবিষ্কারক

   গবেষকেরা এই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন কোন জিনিস আঁকার মাধ্যমে শিখলে তা স্মৃতিশক্তির ওপর গভীর রেখাপাত করে। গবেষকরা পরীক্ষা করতে গিয়ে ছাত্রদের সাধারন অনেকগুলি জিনিসের নাম বলেন। কেউ কেউ তা সঙ্গে সঙ্গে লিখে ফেলে, কেউবা খাতায় এঁকে রাখে। কিছু সময় বাদে ছাত্রদের থেকে যখন তা জিজ্ঞাসা করা হয় কোন কোন জিনিসের নাম তাদের মনে আছে,  তাতে দেখা যায় আঁকিয়ের  দল অন্যদের থেকে অনেক গুণ ভালো ফল করেছে।
  তাহলে এবার থেকে আমরা কোন শক্ত জিনিস মনে রাখতে আঁকার সাহায্য নিতেই পারি।

  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সমুদ্রের জল লবনাক্ত কেন? সমুদ্রের জলে লবন কেন? সমুদ্রের জল নোনা কেন?

লাইফবয় সোপ ব্যানড / লাইফবয় সাবান পশুদের সাবান / লাইফবয় সাবান নিষিদ্ধ

মৌমাছি, মৌমাছির উপকারিতা | মৌমাছির অবদান