বিজ্ঞানী উইপোকা
বিজ্ঞানী উইপোকা
আমিতো ভাবতাম মানুষ ছাড়া বিজ্ঞানী আর কে বা হতে পারে? কিন্তু আমার ধারণা যে ভুল তা আমি প্রতি পদে পদে টের পাচ্ছি। আচ্ছা আপনি কি কখনো ভেবেছিলেন যে একটা সামান্য পোকা সেও আবার বিজ্ঞানী। না যে সে বিজ্ঞানী নয় বেশ ভালো রকমের বিজ্ঞানী, মানুষ বিজ্ঞানীও ওই পোকা বিজ্ঞানীর বিজ্ঞান চর্চা প্র্যাকটিস করে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখা যাক সেই বিজ্ঞানী কে আর সেই বিজ্ঞানী করেই বা কি?
উইপোকা photo source-google |
বিজ্ঞানী গুবরে পোকা
উইপোকার বিল্ডিং
সেই বিজ্ঞানী হচ্ছেন গিয়ে আমাদের সবার পরিচিত উইপোকা, আজ্ঞে হ্যাঁ ঠিক পড়েছেন উইপোকা। বিজ্ঞানীদের গবেষণা অন্তত এই বলছে। আফ্রিকান উইপোকা এমন বিল্ডিং করতে সক্ষম যে বিল্ডিংয়ে এনার্জি খুব কম প্রয়োজন হয়। অর্থাৎ আমি আপনি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিং কিন্তু আমাদের বিল্ডিং এর তাপের প্রয়োজন আছে আলোর প্রয়োজন আছে গরম লাগলে ফ্যান বা এয়ার কন্ডিশন এর প্রয়োজন আছে বিজ্ঞানী উইপোকার সে বিল্ডিং এ এসবের কিছুই প্রয়োজন পড়ে না অর্থাৎ সেটিকে বলা যেতে পারে "নিজ শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা"
![]() |
উইপোকার ঢিবি, Pesky termites mounds |
জিম্বাবোয়ান স্থাপত্যবিদ মার্ক পিয়ার্স এরকম একটা বিল্ডিং এর প্রয়োজন ছিল যে বিল্ডিংয়ে খুবই কম খরচে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকবে। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না কি করে খুব কম খরচে এরকম একটা বিল্ডিং গঠন করবেন। যাইহোক ১৯৯১ সালে উইপোকা এই বিল্ডিংগুলো দেখে অনুপ্রাণিত হয়ে বায়োমিমিক্রি পদ্ধতির সাহায্যে মার্ক 350000 স্কয়ার ফিটের একটি বিল্ডিং এর নকশা করে ফেললেন যা একই ধরনের মানুষের তৈরি বিল্ডিং গুলো থেকে 90% এনার্জি বা শক্তি সংরক্ষণ করতে সক্ষম।
![]() |
উইপোকার ঢিবি |
আসলে এই বিল্ডিং গুলোতে অসংখ্য সুক্ষ সুক্ষ ছিদ্র থাকে বা ফুটো থাকে যা দিয়ে রাতের বেলা ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকে এবং দিনের বেলায় গরম তাপকে বহিষ্কার করে।সুতরাং আপনি যদি মনে করেন মানুষই একমাত্র বুদ্ধিমান প্রাণী তবে তা একদমই ভুল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
DEAR READERS, ANY SUGGETION FOR THIS BLOG AND ANY KIND OF POST, PLEASE COMMENT. BECAUSE YOUR VALUABLE COMMENT WILL BE TAKEN HAPPILY. IF YOU HAVE ANY DOUBT PLEASE LET ME KNOW.